Turkler Geliyor Bangla subtitles
তুর্কিরা আসছে বাংলা সাবটাইটেল | Turkler Geliyor Bangla subtitles
নামঃ তুর্কলার গেলিউর
The Turks Are Coming: Sword of Justice (2020)
নির্মাতা দেশঃ তুরস্ক
স্কিপ রাইটার & প্রযোজকঃ মেহমেত বোজদাগ
পরিচালকঃ Kamil Aydın
মূলভাষাঃ তুর্কি
অনুবাদঃ দূরবীন মিডিয়া
রানিং টাইমঃ ১ ঘন্টা ৫৫ মিনিট
ক্যাটাগড়িঃ ইতিহাস, এ্যাকশন,ড্রামা
Imdb রেটিং: 4:4/10
রেটিংঃ ৮:৫০/১০
গুগল রেটিংঃ 95%
সুলতান মেহমেত ফাতিহের সময়ের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে তুর্কিরা আসছে মুভিটি, মেহমেত ফাতুহের প্রধান বাহিনীর একটি ছিলো আকিঞ্জি বাহিনী, তুর্কি থেকে দশ বারো বছরের সবল, সুঠামদেহী বাচ্চাদের দেখে দেখে অাকিঞ্জি বাহিনীতে নিয়ে সর্বোচ্চ শ্রম দিয়ে একেকটা আকিঞ্জি তৈরী করা হতো, যাদেরকে নির্যাতন, নিপীরন, জুলুম,অত্যাচার, তীরন্ধাজ, বুদ্ধি, যুদ্ধ , রনকৌশল সবকিছু ভালো করে শিখানো হতো… ৷ আল্লাহু আকবার নিজেদের রাস্টের স্বার্থে একজন আকিঞ্জি কখনো কখনো তাদের সেনাপ্রধানকেও শহীদ করতো শত্রুর বিশ্বাসে ঢুকার জন্য ৷
শত্রুর সামনে কেউ কাউকে চিনতো না, তাদের লক্ষ্য ছিলো ইসলামের ন্যায় বিচার সমগ্র দুনিয়াতে প্রতিষ্ঠিত করা, যেখানে মজলুম সেখানে আকি়ঞ্জিরা হাজির, turkler geliyor atv
সার্বিয়ার রাজা লাজার চরম অবাধ্য, সে নিজেকে খুব বড় রাজা ভাবে, সে তার পাশের জনপদের লোকদের জুলুম নির্যাতন করে দেশ থেকে তারিয়ে দিতে চায় ,এবং সুলতানের বিশস্ত গুপ্তচর মারা হাতুন কে জেলে বন্ধী করে, এ খবর শুনে সুলতান মেহমেদ তার বাহিনী আকিঞ্জিদের পাঠান লাজারের দেশে, কিন্তু দুর্ভাগ্য সুলতানের প্রাসাদে আব্দুল্লাহ্ পাশা বিশ্বাষঘাতক, লাজারের গুপ্তচর, সে সুলতানের পরিকল্পনা লাজারকে বলে দেয়, আর আকিঞ্জিরা সবাই ফাঁদে পড়ে বন্দী হয়ে যায় ৷ তবে একজন আকিঞ্জি কোন রকম পালিয়ে বেঁচে যায়! আর একজন আকিঞ্জিই শেষে একশোদন আকি়ঞ্জির কাজ করে, , যেখানে একজন আকিঞ্জি জিবীত সেখানে আশার আলা দেখা যায়… ৷
তুর্কিরা আসছে বাংলা সাবটাইটেল | Turkler Geliyor Bangla subtitles
সার্ভার
Join Our Telegram Channel
পরিচিত মুখঃ
সেলিম (এলিফ)
আহমেদ (আয়েশা/মরিয়ম)
দিলারা “
শিরিন ( বাহার)
শাহজাদী আতিকে ( সুলতান সুলেমান কোসেম)
সুলেমান শাহ ( দিরিলিস)
সুনগুর তেকিন “
কুনুর আল্প (করুলুস)
দুমরুল আল্প “
আয়াজ আল্প “
দারুস/ টাইটান “
এরেস/ আহমেদ আল্প “